Say NO to SPAM Posts.
1
দেশের নারী ফুটবলে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা খাতুন – আজ থেকে প্রায় দশ বছর আগে যার অভিষেক হয়েছিল। মাঠ ও মাঠের বাইরে যিনি সত্যিকার অর্থেই একজন ক্যাপ্টেন, সেই সাবিনার হাত ধরেই বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করে। সেই থেকে এই আগুনে স্ট্রাইকার যেখানেই খেলেছেন, সেখানেই গোল করে গেছেন মুড়িমুড়কির মতো। লাল-সবুজের জার্সি পরা এই গোলমেশিন সম্পর্কে আরো জানতে দেখুন এই ভিডিও!